রবিবার, ২ এপ্রিল, ২০২৩

 #লেখকঃ Md Rakib

আমি জানি যে অনেকেই জ্বীন দেখার সখ পোষন করেন এবং অনেকে জ্বীন ডাকার চেষ্টাও করেন, আমার পরিচিত একজন এখন প্রায় আধামরা, তার সাথে একের অধিক জ্বীনের আবাস। সে জ্বীন দেখার জন্য যা যা দরকার সব করেছে। সে বেশ কিছু হুজুর থেকে জানার কথা বলে তথ্য নিয়েছে। ফলাফল রাতে তাকে আছড়ে বিছানা থেকে ফেলে দেওয়া হয়। পরিবারের সদস্যদের রুমে গিয়ে চোখ বড় করে তাকিয়ে থাকে রাতের বেলা, তারা ঘুমন্ত চোখে দেখে দাড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে, পরিবারের অবস্থা নাজেহাল হয়ে যায়, আমার কাছে ভাল কবিরাজের সন্ধান চেয়েছে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি।
আবার রাতে কখন কোথায় চলে যায় পরিবার টেরও পায়না। কয়েকবার ছাদের রেলিং থেকে তাকে নামিয়ে নিয়ে আসা হয়েছে। ভয়ানক হাসি, এবং কথা বলে সে পরিবারের সবার সাথে। কিন্তু ছেলেটা না , তার শরীরে অবস্থান করা জ্বীনেরা। সে অনেকদিন এ নিয়ে কাজ করেছে, অনেকে বারন করা সিত্ত্বেও সে শোনেনি। আপাতত চিকিৎসা চলছে তবে যারা চিকিৎসা করবে তাদেরও ২-১ জন আহত হয়েছে। তাকে বাসায় আটকে রাখা খুবই দায়। আর রাতে পরিবারের ঘুম হারাম বলা চলে পুরাই পসেস্ড। এখন ব্যাপার হচ্ছে। যেকোন জিনিস নিয়ে হাসি ঠাট্টা, মসকরা ঠিক না। হিতে বিপরীত হতে পারে। আপাতত এই লেখা দিয়ে বিদায় নিচ্ছি কিছুদিনের জন্য যাচ্ছি পাহাড়ে ফিরবো কিছুদিন পর আর চেষ্টা করবো পাহাড়ের কোন সত্য ঘটনা যেনে সেটা আপনাদের উপহার দেওয়ার। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে ফিরতে পারি। ধন্যবাদ……

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  গল্প/কাহিনি: "টিউশনি" (পর্ব:৩) ------------------------------------------- মিথিলার কপালে এবার চিন্তার ভাজ পড়লো। আর উপায় খুঁজে না...