রবিবার, ২ এপ্রিল, ২০২৩

 Real Ghost Story

সত্য ঘটনা
আজকে আমি যে ঘটনা বলতে যাচ্ছি সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা।
ঘটনা মূলত আনুমানিক ৩ বছর আগে আমার সাথে ঘটেছিল।
আমাদের পুকুরে মাছ ধরতে ধরতে বিকাল হয়ে গেছিলো।এরপর মাছ গুলো বাছাই এবং ব্যবসিকদের কাছে হিসাব নিকাশ করতে করতে প্রায় আটটা কিংবা সাড়ে আটটার মতো সময় লেগেছিল।এরপর নিজেদের খাওয়ার মাছ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আমাদের বাসা থেকে পুকুরের দূরত্ব প্রায় তিন মাইলের বেশিই হবে।পুকুরটি ছিলো ফাকা বিলের জোলার সাথে।বাড়িতে আসার সময় আমার নানা নানি বলছিলো আজকে থেকে যেতে।আমার নানাদের বাসা ছিল বিলের মধ্যেই। এত গুলো মাছ তারউপর রাস্তা ঘাট তেমন ভালো না।আমি তো নাচোর বান্দা। আমাকে বাড়ি জেতে হবেই।তো তারা আমার সাথে পেরে না উঠে গ্রাম্য কুসংস্কার ঘসি ( গরুর গোবরের জ্বালানী)আমার মাছের ব্যাগে দিয়ে দেয়। আমিও রওনা দেই। প্রায় অনেকটা পথ চলে আসছি।বিলের মধ্যেই মেলার ভিটা নামক এক স্থান আছে। ওখানে অনেকেই অনেক কিছু দেখেছে। ও জায়গাটা ভালো না। আমি যখন ঔ ভিটার কাছাকাছি প্রায় এসেই গেছি তখন আমি আমার সাইকেলের পিছনে ভার অনুভব করি। এত ভার যে আমি সাইকেল চালাতে পারছিলাম না। ভার আর সামলাতে না পেরে সাইকেল নিয়ে ঔখানে পরে গেলাম। গ্রাম্য ফাকা রাস্তা মানুষ জনও চলাচল নেই। আমি পড়ে গিয়ে পিছনে তাকাতেই দেখলাম একটা কালো অবয়ব আমার ব্যাগের ওখানে বসে আছি কিনা দাড়িয়ে আছে সেটা বুঝতে পারছিলাম না অন্ধকারের জন্য । কিন্তু ওটা আমার ব্যাগের ওখানে কিছু একটা করছিলো। অন্ধকারে আমি তার দেহের পরিমাপ করেছিলাম এটা কোনো ভাবেই মানুষ হবে না আর তার চোখগুলো জ্বলন্ত ছিলো এটা দেখে আমি দৌড় দিলাম এক দৌড়ে ঔ এলাকার একটা দোকানে এসে সব কিছু খুলে বললাম। তখন তাদের সাথে ঘটনাস্থলে সব কিছু যেমন ছিলো তেমনভাবে আছে কিন্তু আমার মাছের ব্যাগটা গায়েব।তো কোনো মতে বাড়িতে এসে সব কিছু খুলে বললাম। তখন আমার মা আমাকে বকাবকি করলো।এত রাতে একা একা এসেছিস কেন, গাড়িতে আসলেই পারতা।তারপর দোয়া পড়ে পানি পড়া দিলো।
এটাই ছিলো আমার সত্য ঘটনা। ঔখানে এখনো ভয় আছে। দিনে লোক চলাচল করলেও রাতে তার বিপরীত।
এই ঘটনা যদি আপনাদের ভালো লাগে আরো অনেক ঘটনা আছে সময় পেলে জানাবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  গল্প/কাহিনি: "টিউশনি" (পর্ব:৩) ------------------------------------------- মিথিলার কপালে এবার চিন্তার ভাজ পড়লো। আর উপায় খুঁজে না...